কংগ্রেসের হয়ে ষড়যন্ত্র করছেন নরেন্দ্র মোদীর ' ভালো বন্ধু ' ?

রাজনীতিতে নতুন সমীকরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের ভালো বন্ধু বলে কংগ্রেসের সুবিধা করে দেওয়ার পরিকল্পনা?

author-image
Pritam Santra
New Update
cong bjp.jpg

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার 'ভাল বন্ধু' বলে অভিহিত করার একদিন পরেই বিজেপির তেলেঙ্গানা ইউনিটের প্রধান বন্দি সঞ্জয় কুমার এটিকে "নাটক" বলে অভিহিত করেছেন। সঞ্জয় কুমার দাবি করেছেন যে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) সভাপতি ভারতীয় জনতা পার্টির "গ্রাফ নষ্ট" করতে এবং কংগ্রেসের ভাবমূর্তি উন্নত করার ষড়যন্ত্র করছেন। বিজেপি নেতা প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী কেসিআর যদি সত্যিই তাকে ভাল বন্ধু মনে করেন, তাহলে বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানাবেন না বা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না কেন? এক টুইটবার্তায় সঞ্জয় বলেন, 'কেসিআরের নাটকে বিভ্রান্ত না। তিনি বিজেপির গ্রাফ নষ্ট করতে এবং কংগ্রেসের ভাবমূর্তি বাড়ানোর ষড়যন্ত্র করছেন। একদিকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলছেন। প্রধানমন্ত্রী মোদী যদি আপনার বন্ধু হন, তাহলে তাকে অভ্যর্থনা জানাতে বা নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে বিমানবন্দরে যাবেন না কেন?"