ভারত-পাক উত্তেজনার জেরে বন্ধ পরীক্ষা! বিস্তারিত জানুন

কাশ্মীরে যুদ্ধপরিস্থিতির ছায়া পড়ল শিক্ষাক্ষেত্রেও। ভারত-পাক উত্তেজনার জেরে ১৮ মে পর্যন্ত স্থগিত কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা। জানুন বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব এবার শিক্ষাক্ষেত্রেও পড়ল। কাশ্মীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ১৮ মে পর্যন্ত সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

jammupol

জম্মু-কাশ্মীর জুড়ে বর্তমানে সেনা ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্তে অস্থিরতা ও সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের প্রেক্ষিতে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। ফলে শিক্ষার্থীদের সুরক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার নতুন সূচি জানার জন্য ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখতে বলা হয়েছে।