BREAKING: পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানালেন কাশ্মীরের হেভিওয়েট নেতা জামিল মকসুদ

কি দাবি করলেন এই হেভিওয়েট নেতা ?

author-image
Debjit Biswas
New Update
Pahalgam-Terror-Attack-Injures-5-Tourists-Raises-Alarm-Ahead-of-Amarnath-Yatra

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলার প্রসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানালেন কাশ্মীরের ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির নেতা জামিল মকসুদ। তিনি বলেন,''পাকিস্তান এখনও সন্ত্রাসবাদ, ও মৌলবাদকে তাদের বিদেশ নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নিরীহ পর্যটকদের ওপর হামলা নিন্দনীয়।"

JAMIL MAKSUD

এরপর তিনি বলেন,''আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কাছে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছি। লস্কর-ই-তইবা, টিআরএফ-এর মতো সন্ত্রাসী সংগঠনগুলিকে পাকিস্তানি নিরাপত্তা সংস্থা ও সেখানকার সরকারই সমর্থন করছে।''