New Update
/anm-bengali/media/media_files/YFDkGlxrOnl3OGQdUN62.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তর ভারত জুড়ে বেশ ভালোই রয়েছে শীতের প্রকোপ। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকছে দিল্লি, পাঞ্জাব সহ একাধিক উত্তরের রাজ্যগুলি। দৃশ্যমান্যতার অভাব দেখা যাচ্ছে সর্বত্র। হাড় কাঁপানো শীতে অবস্থা খারাপ উত্তর ভারতের বাসিন্দাদের। এমন অবস্থায় ভূ-স্বর্গের ছোট্ট শহর গুলমার্গ ঢাকা পড়ল শুভ্র বরফে। জম্মু ও কাশ্মীরে নভেম্বরের শেষ থেকেই শুরু হয়ে গিয়েছে তুষারপাত। কাশ্মীরের একাধিক এলাকায় এখন বরফে ঢাকা পড়েছে। সেই রূপ উপভোগ করতে সেখানে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। আর বর্ষশেষের আগে গুলমার্গের তুষারপাত যেন বাড়তি উন্মাদনা যোগ করল তাঁদের সফরনামায়।
#WATCH | Snow blanket covers Jammu & Kashmir's Gulmarg; tourists enjoy the weather. pic.twitter.com/cFkaPowHXF
— ANI (@ANI) December 26, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us