ভূ-স্বর্গে ভয়ঙ্কর পরিস্থিতি, গলে যাচ্ছে কাশ্মীরের সৌন্দর্য্য

এমন অবস্থায় আরও ভয়ের কথা শোনালো আইএমডি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
weather heat.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: তাপে পুড়ছে গোটা দেশই। কোথাও পরিমাণ কম তো কোথাও বেশি। বেশি কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্ক বার্তাও জারি করা হয়েছে। এমন অবস্থায় আরও ভয়ের কথা শোনালো আইএমডি।

আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, এই মে মাসের শেষের দিকেই জম্মু-কাশ্মীরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ছাড়াবে। যা কল্পনাতীত! এই মুহুর্তে জম্মুর তাপমাত্রা চলছে ৪১ থেকে ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড। শুধু তাই নয়, রাতের তাপমাত্রাও বেড়ে গেছে সেখানে। ভূ-স্বর্গে এরকম গরম এর আগে কখনও পড়েনি। আর এই বিষয়টাই চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া দফতরের। কেননা এতোটা প্রখর তাপে বরফ গলতে শুরু করবে। তাতে বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।

snow-in-background kashmir.jpg

933913-jammu-and-kashmir.jpg

Add 1