রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ অভিযোগে কার্তি চিদাম্বরমের সমর্থন

রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ অভিযোগ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-17 10.51.35 PM

নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ অভিযোগকে সমর্থন জানালেন কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম। তিনি বলেন, “রাহুলজি একেবারেই যৌক্তিক প্রশ্ন তুলছেন। ভোটার তালিকা সত্যিই সন্দেহজনক। কর্নাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের দিকে তাকালেই বোঝা যায়, এক ঠিকানায় ৬৮ জনের বেশি মানুষের নাম রয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করছে। এমনকি কিছু নাম একেবারেই হাস্যকর।”

তিনি আরও অভিযোগ করেন, ভোটার তালিকায় নাম মুছে ফেলার ঘটনাও সন্দেহজনক। অনেক বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে, আবার ভুয়ো নাম যুক্ত হচ্ছে। চিদাম্বরমের মতে, নির্বাচন কমিশনের দায়িত্ব এই সমস্যাগুলির সমাধান করা, তা এড়িয়ে যাওয়া নয়।