নির্বাচন দূরে আছে, তবে কর্ণাটকের ফলাফল জানিয়ে দিলেন উপ মুখ্যমন্ত্রী

'সিদ্দারামাইয়া সরকারের দেওয়া সমস্ত গ্যারান্টি ব্যর্থ হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 Devendra Fadnavis

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই মুহুর্তে রয়েছেন ম্যাঙ্গালুরুতে। সেখানে মূলত ভোটের প্রচারের জন্যেই গিয়েছেন তিনি। আর কর্ণাটকে পা রাখতেই সিদ্দারামাইয়া সরকারকে একহাত নিলেন তিনি।

siddaramaiah.jpeg

এদিন তিনি বলেন, “নির্বাচনের সময় কংগ্রেস দলের সিদ্দারামাইয়া সরকারের দেওয়া সমস্ত গ্যারান্টি ব্যর্থ হয়েছে। এখন, জনগণের আস্থা শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদির গ্যারান্টিতে। মানুষ বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী মোদির গ্যারান্টি মানে 'গ্যারান্টি কি। গ্যারান্টি'। গোটা কর্ণাটক প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়িয়েছে। লোকসভা নির্বাচনে বিজেপি অভূতপূর্ব জয় পাবে এখান থেকে। আমরা এখানে রেকর্ড সংখ্যক হারে জিতব”।

An-analysis-of-the-swing--or-flip-seats-shows-that_1681759328049.webp

publive-image

publive-image

publive-image