রাজ্যে মেগা আন্দোলন বিজেপির, কর্মীদের তুলে নিয়ে গেল পুলিশ

অশান্ত হয়ে উঠল রাজ্য।

author-image
SWETA MITRA
New Update
bjp kar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার অশান্ত হয়ে উঠল কর্ণাটক (Karnataka)। মাণ্ড্য পতাকা ইস্যুতে বেঙ্গালুরুতে বিক্ষোভরত বিজেপি (BJP) কর্মীদের আটক করেছে কর্ণাটক পুলিশ।   গতকাল মাণ্ড্য জেলা প্রশাসন গ্রাম পঞ্চায়েত বোর্ডের উত্তোলিত হনুমান পতাকা নামিয়ে দেয়।