কর্ণাটকে গিগ কর্মীদের সুরক্ষা বিল পাস

সর্বসম্মত সমর্থনে প্রশংসার ঝড়।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-19 9.21.10 PM

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক বিধানসভায় আজ সর্বসম্মতভাবে পাস হলো "কর্ণাটক প্ল্যাটফর্ম-ভিত্তিক গিগ কর্মী (সামাজিক সুরক্ষা ও কল্যাণ উন্নয়ন) বিল, ২০২৫"। রাজ্যের শ্রমমন্ত্রী সন্তোষ লাড এই ঐতিহাসিক পদক্ষেপকে "গর্বের মুহূর্ত" বলে অভিহিত করেছেন।

মন্ত্রী সন্তোষ লাড সাংবাদিকদের জানান, “আমি সৌভাগ্যবান যে এই বিল বাস্তবায়নের পথে এগোলো। আজই এটি বিধানসভায় পেশ করা হয় এবং গৃহীত হয়েছে। আমি ধন্যবাদ জানাই মন্ত্রী এম.বি. পাতিল এবং প্রিয়াঙ্ক খাড়গেকে। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিষয়টিকে এগিয়ে নিয়ে গেছেন। পাশাপাশি মন্ত্রিসভার সহকর্মী এবং সব দলের বিধায়কেরাও প্রশংসা করেছেন ও স্বাগত জানিয়েছেন।”

এই বিলের মাধ্যমে অ্যাপ-ভিত্তিক প্ল্যাটফর্মে কর্মরত ডেলিভারি এজেন্ট, রাইডার এবং অন্যান্য গিগ কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা, কল্যাণ তহবিল এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিলটি পাশ হওয়ায় গিগ অর্থনীতির সাথে যুক্ত প্রায় লক্ষাধিক কর্মীর জীবনে পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

রাজনৈতিক দল নির্বিশেষে বিধায়কেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিশেষজ্ঞ মহলের মতে, দক্ষিণ ভারতে এ ধরনের আইন প্রথমবারের মতো প্রণীত হওয়ায় কর্ণাটক এবার অন্যান্য রাজ্যের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করল।