জাতিগত জরিপ নিয়ে স্পষ্টীকরণ কর্নাটকের মন্ত্রী সন্তোষ লাডের — “জরিপ স্বেচ্ছাসেবী, কারও ওপর চাপ নেই”

জাতিগত জরিপ নিয়ে স্পষ্টীকরণ কর্নাটকের মন্ত্রী সন্তোষ লাডের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-25 10.23.58 PM

নিজস্ব সংবাদদাতা: কর্নাটকের মন্ত্রী সন্তোষ লাড রাজ্যে চলতে থাকা জরিপ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমরা আগেই বলে আসছি যে জরিপ সম্পূর্ণ স্বেচ্ছাসেবী। কারও ওপর কোনও চাপ নেই। মানুষ যা বলবেন, সেটাই রেকর্ড করতে হবে।”

মন্ত্রী আরও জানান, “যখন অনগ্রসর শ্রেণি কমিশন (Backward Class Commission) কোনও বাড়িতে গিয়ে তথ্য জানতে চায়, তখন বাসিন্দারা তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী উত্তর দিতে পারেন। তাঁরা চাইলে উত্তর দিতে পারেন, চাইলে অস্বীকার করতে পারেন। সেটা সম্পূর্ণ তাঁদের উপর নির্ভর করে। আদালতও একই কথা বলেছে এবং আমরা এতে সন্তুষ্ট।” সরকারি মহলে মনে করা হচ্ছে, আদালতের এই পর্যবেক্ষণ ও মন্ত্রীর বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে জরিপ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা কিছুটা দূর হবে।