বড় খবর: নির্বাচনের আগে বাড়লো চাপ! শুরু বড়সড় তল্লাশি

১০ মে কর্ণাটকের বিধানসভার নির্বাচন। তার আগেই রাজ্যের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে দিলো আয়কর বিভাগ। বিরোধীদেরকে চাপে রাখতে এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
karnataka

আয়কর হানা

নিজস্ব সংবাদদাতা: ১০ মে কর্ণাটকের বিধানসভার নির্বাচন (karnataka Election)। তার আগেই রাজ্যের বিভিন্ন স্থানে তল্লাশি (Raid) শুরু করে দিলো আয়কর বিভাগ (Income Tax department)। সোমবার কংগ্রেসের প্রাক্তন নেতা (Ex Leader) গঙ্গাধর গৌড়া (Gangadhar Gowda ) এবং দক্ষিণ কর্ণাটকের (South Karnataka) একটি স্কুলে অভিযান চালায় আয়কর বিভাগের একটি দল। বিরোধীদেরকে চাপে রাখতে এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি তামিলনাড়ুতেও অভিযানে নেমেছে আয়কর বিভাগ। জি স্কোয়ার নামের একটি আবাসন নির্মান সংস্থার ৫০ টি স্থানে তল্লাশি শুরু হয়েছে।