/anm-bengali/media/media_files/sFck08ilf2v88L5AvLHY.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধীকে নিয়ে ফের একবার সুর চড়ালো বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী এদিন এই প্রসঙ্গে বলেন, "কর্ণাটকে রাহুল গান্ধীর ভুয়ো গ্যারান্টি এবং ভুয়ো জরিপ উন্মোচিত হয়েছে। সরেজমিন থেকে পাওয়া খবর অনুযায়ী, যেসব পরিবারের নাম উল্লেখ করা হয়েছে, জরিপে অন্তর্ভুক্ত, তারা দাবি করছেন যে তাদের জরিপও করা হয়নি। এই সব প্রমাণ করে যে রাহুল গান্ধী ওবিসি, এসসি-এসটি-বিরোধী এবং রাহুল গান্ধীর কাছে, জাতি আদমশুমারি এবং জাতি জরিপ কেবল রাজনৈতিক লাভের হাতিয়ার। কর্ণাটকের ভুয়ো জরিপের জন্য রাহুল গান্ধীর দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত"।
#WATCH | Delhi: BJP National Spokesperson Pradeep Bhandari says, "Rahul Gandhi's fake guarantee and fake survey in Karnataka have been exposed. Reports from the ground indicate that households whose names were mentioned, included in the survey, claim that their survey has not… pic.twitter.com/XtsUVPsfpC
— ANI (@ANI) July 3, 2025