চলে গেল বিদ্যুৎ-মোবাইল টর্চ হাতে রোগীকে পরীক্ষা চিকিৎসকের!ভাইরাল ভিডিও

বিদ্যুৎ চলে যাওয়ায় মোবাইল টর্চ হাতে রোগীকে পরীক্ষা করলেন কর্নাটকের চিকিৎসক।

author-image
Aniruddha Chakraborty
New Update
কজ্ঝবভ

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের চিত্রদুর্গ জেলার একটি সরকারি হাসপাতালে এক চিকিৎসক মোবাইল ফোনের টর্চলাইট ব্যবহার করে এক রোগীর চিকিৎসা করছেন৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চিত্রদুর্গ জেলার মোলাকালমুরু তালুকের এক হাসপাতালে এক চিকিৎসক মোবাইল ফোনের টর্চলাইট ব্যবহার করে রোগীর চিকিৎসা করছেন।

ল্কম্ন

Add 1