রাহুলের সাজা! গণতন্ত্রের গলা টিপে দেওয়া হল: ডি কে শিবকুমার

'মোদী পদবী' নিয়ে মন্তব্যের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় স্থগিতাদেশ দিতে অস্বীকার করল গুজরাট হাইকোর্ট।

author-image
SWETA MITRA
New Update
shivkma rahul.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ‘মোদী পদবী’ নিয়ে মানহানি মামলায় গুজরাট হাইকোর্টের রায় নিয়ে সরব হলেন গুজরাটের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivkumar)। আজ শুক্রবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে মানহানির মামলায়  হাইকোর্টের রায় প্রসঙ্গে ডি কে শিবকুমার বলেছেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে ন্যায়বিচারের জয় হয়নি। এই রায়ের জেরে গণতন্ত্রের হত্যা হল। তবুও গোটা দেশ এবং বিরোধী দলগুলি রাহুল গান্ধীর পাশে রয়েছে। তিনি একজন মহান নেতা, রাহুল গান্ধী সারা দেশকে ঐক্যবদ্ধ করার জন্য লড়াই করছেন। বিজেপি নেতারা এটা সহ্য করতে পারছেন না। আমি মনে করি রাহুল গান্ধী আরও শক্তিশালী হয়ে উঠবেন।“