New Update
/anm-bengali/media/media_files/Fq9UndG4u3eyGnt4pYru.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ইডিতে হানা নিয়ে বিশেষ মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, “এটা জাতীয় সম্পাদকের জন্য লজ্জার। জাতীয় সম্পাদক থাকলে বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাক। আমরা একটা আইন এনেছি, আমরা যে টাকা খরচ করছি, সেই একই কমিউনিটির মানুষের জন্য খরচ করছি, এই পার্সেন্টেজ টাকা আমরা সংশ্লিষ্টদের পেছনে খরচ করব। প্রথমে অন্ধ্রপ্রদেশে আনা হয়েছিল, তারপর আমরা এনেছি। এতে দোষের কিছু নেই।”
VIDEO | "It is shame on the national secretary. If the national secretary is there, let the issue go to the central government. We have brought a law, whatever money we are spending, we are spending to the same community people, like this percentage of money we are going to spend… pic.twitter.com/5y34f4tQEP
— Press Trust of India (@PTI_News) July 11, 2024