কর্ণাটকে কংগ্রেস, আসল সত্যি তুলে ধরল বিজেপি

একটি ভিডিও নিয়ে নতুন করে সরগরম দক্ষিণের রাজনীতি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
siddarama.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং রাজ্যের মন্ত্রী বি জেড জমির আহমেদ খানের একটি চার্টার্ড ফ্লাইটে ভ্রমণের একটি ভিডিও নিয়ে নতুন করে সরগরম দক্ষিণের রাজনীতি। এই বিষয়কে ঢাল করছে গেরুয়া শিবির।

এদিন এই প্রসঙ্গেই বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, “কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী তার নিজের বিধায়ক এবং জনগণকে বলছেন যে উন্নয়নের জন্য কোনও টাকা অবশিষ্ট নেই। কারণ কংগ্রেস পার্টির দেওয়া তথাকথিত প্রতিশ্রুতিতে টাকা ঢেলে দেওয়া হয়েছে যা তারা পূরণ করতে পারছেন না। অথচ আমরা দেখছি কর্ণাটক সরকারের মন্ত্রীরা ফটোশুট করছেন এবং ভিভিআইপি প্লেন বা জেট প্লেনে স্প্লার্জ করছেন ট্যাক্সদাতার টাকা খরচ করে। এদিকে খরা ত্রাণের জন্য তহবিল চাইবেন মুখ্যমন্ত্রী। আসলে কংগ্রেসের মানসিকতা হল যে কোনও রাজ্যে ক্ষমতা পেলে এটিএম হিসাবে ব্যবহার করা। ছত্তিশগড় ও রাজস্থানে তারা এতোদিন এটাই করেছে। আর এখন সেটিই কর্ণাটক এবং তেলেঙ্গানায় করছে”।

hiren