শিয়রে ভোট, গুরুত্বপূর্ণ বৈঠকে বিশেষ 'মন্ত্র' দিতে পারেন জেপি নাড্ডা!

আসন্ন এই ভোটে নিজেদের জয় নিশ্চিত করতে কোনওরকম খামতি রাখতে চাইছে না বিজেপি (BJP)। এহেন অবস্থায় আজ শনিবার এক জরুরি বৈঠক হবে বিজেপির বলে জানিয়েছেন কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavraj Bommai)।

author-image
SWETA MITRA
New Update
nadda.jpg

জেপি নাড্ডা

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আর আসন্ন এই ভোটে নিজেদের জয় নিশ্চিত করতে কোনওরকম খামতি রাখতে চাইছে না বিজেপি (BJP)। এহেন অবস্থায় আজ শনিবার এক জরুরি বৈঠক হবে বিজেপির বলে জানিয়েছেন কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavraj Bommai)। তিনি বলেন, 'বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)-র নেতৃত্বে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই বৈঠকে ২২৪ টি আসন নিয়ে আলোচনা হবে এবং আগামীকাল পার্লামেন্টারি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।'  দেখুন ভিডিও...