/anm-bengali/media/media_files/Nl9NbJxcUXS87UdXin3l.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গত তিন চারদিন ধরে দফায় দফায় বৈঠক, চাপান উতোরের পর অবশেষে কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। ভোটের এক মাসেরও কম সময়ে দক্ষিণ ভারতে একমাত্র শাসক দলের ভূমিকায় থাকা রাজ্যে প্রথম দফার প্রার্থী ঘোষণা করল বিজেপি। কর্ণাটক বিধানসভায় ২২৪ টির মধ্যে প্রথম দফায় ১৮৯ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। ১৮৯ জনের মধ্যে নতুন মুখ ৫২টি। বাদ পড়েছেন বেশ কয়েকজন বিধায়ক। রাজ্যের বাকি ৩৫টি আসনে প্রার্থীদের নাম এখনও চূড়ান্ত করে উঠতে পারল না বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপি-র জাতীয় সাধারণ সচিব অরুন সিং জানান, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই দাঁড়াবেন তাঁর পুরনো কেন্দ্র শিগগাঁও বিধানসভা কেন্দ্র থেকে। তিনি এখান থেকে গত তিনবারের বিধায়ক। জানা গিয়েছে, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র তীর্থহাল্লি কেন্দ্র থেকে লড়বেন।
Karnataka Home Minister Araga Jnanendra to contest from Tirthahalli constituency pic.twitter.com/dtwafeBNka
— ANI (@ANI) April 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us