লাল ডায়েরির রহস্য, অমিত শাহকে চেপে ধরার চেষ্টা কপিল সিব্বলের!

'রেড ডায়েরি' বিতর্কের মধ্যেই শনিবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পদত্যাগ দাবি করেছেন অমিত শাহ। অমিত শাহ বলেন, ডায়েরিতে রাজস্থানের কংগ্রেস সরকারের দুর্নীতির প্রমাণ রয়েছে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া ভাষায় আক্রমণ করলেন বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার সদস্য কপিল সিব্বল (Kapil Sibal)। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আক্রমণের জবাব দিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি প্রশ্ন তোলেন, কীসের ভিত্তিতে অমিত শাহ কংগ্রেস সম্পর্কে এমন মন্তব্য করছেন। তাঁর কাছে কী 'লাল ডায়েরি' আছে? যদি তাই হয়, তবে বিজেপির উচিত এটি জনগণের সামনে রাখা। এদিন কপিল সিব্বাল বলেন, ‘অমিত শাহজি যদি আপনার কাছে লাল ডায়েরি থেকে থাকে তাহলে জনগণকে কেন জানাচ্ছেন না যে তাতে কী আছে? দুর্নীতি থাকলে বিবরণ দিন। আর যদি আপনার কাছে লাল ডায়েরি না থেকে থাকে তাহলে বিনা প্রমাণে কেন মন্তব্য করছেন এসব বিষয়ে?’