জামিন আবেদন নাকচ ! গোল্ড স্মাগলিং কেসে বড় ধাক্কা খেলেন কন্নড় অভিনেত্রী

বড় বিপদে পড়তে চলেছেন এই কন্নড় অভিনেত্রী।

author-image
Debjit Biswas
New Update
ranya rao

নিজস্ব সংবাদদাতা : গোল্ড স্মাগলিং কেসে গত মাসেই বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল কন্নড় অভিনেত্রী রন্যা রাওকে। আর এবার এই কেসেই আরও বড় ধাক্কা খেলেন কন্নড় অভিনেত্রী রন্যা রাও। কারণ আজ সোনা পাচার মামলায় অভিযুক্ত এই কন্নড় অভিনেত্রী রন্যা রাওয়ের জামিন আবেদন খারিজ করেছে ইকোনোমিক অফেন্স কোর্ট। যারফলে আরও আইনি জটিলতার সম্মুখীন হতে চলেছেন রন্যা রাও।

RANYA

 এই একই মামলায় অপর এক অভিযুক্ত, তরুণ কন্দুরুর জামিন আবেদন আজ জমা দেওয়া হয়েছে। তার আবেদনের শুনানি আগামীকাল দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে।