স্বস্তি কাংড়া উপত্যকায় ! হিমাচল প্রদেশের ন্যারো গেজ ট্রেন পরিষেবা পুনরায় চালু করছে উত্তর রেল

বড় স্বস্তিতে কাংড়া।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য সুখবর! হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার (Kangra Valley) ঐতিহ্যবাহী ন্যারো গেজ ট্রেন (Narrow Gauge Train) পরিষেবা আগামী ৫ ডিসেম্বর থেকে পুনরায় চালু করতে চলেছে উত্তর রেল (Northern Railways)। রেলওয়ের কর্মকর্তারা আজ এই তথ্য নিশ্চিত করেছেন।

কাংড়া উপত্যকার এই ন্যারো গেজ রেলপথটি শুধু স্থানীয়দের যাতায়াতের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি পাহাড়ের মনোরম দৃশ্যের জন্য পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। প্রাকৃতিক দুর্যোগ বা মেরামতের কাজের কারণে মাঝে মাঝে পরিষেবা বন্ধ থাকার পর এই গুরুত্বপূর্ণ রেলপথটি আবার চালু হওয়ার ঘোষণা করা হলো।

Train

উত্তর রেলের এই সিদ্ধান্তে স্থানীয় জনগণ এবং শীতকালে কাংড়া উপত্যকা ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকরা স্বস্তি পেয়েছেন।