/anm-bengali/media/media_files/gq5ngapg11bQkNXsVDu1.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের এই মুহুর্তের পরিস্থিতি ভয়ঙ্কর। যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। উত্তুরোত্তর বাড়ছে সেই ভয়াবহতা। এমন অবস্থায় ইসরায়েলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ছাড়ছে মধ্যপ্রাচ্যের শক্তিও। ঠিক এরকমই পরিস্থিতিতে হাল ধরলেন কি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত?
এই প্রশ্ন উঠতেই পারে। কেননা, সম্প্রতি দিল্লিতে ইসরায়েল দূতাবাসে ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলনের সাথে দেখা করলেন অভিনেত্রী। ভারতে ইসরায়েলের ডেপুটি হেড অব মিশন ওহাদ নাকাশ কাইনার সেই ছবি প্রকাশ্যে এনেছেন। তবে কঙ্গনা কি জন্যে দেখা করতে গিয়েছিলেন, তা অবশ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গ অবশ্যই আলোচনায় উঠেছে।
Actor Kangana Ranaut met Israel's Ambassador to India, Naor Gilon at the Israeli Embassy in Delhi.
— ANI (@ANI) October 25, 2023
(Pic: Israel's Deputy head of mission to India Ohad Nakash Kaynar) pic.twitter.com/L6HuL7DnH8
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us