'মহিলাদের অনুভব করান'! মোদীকে নিয়ে BJP সাংসদ কঙ্গনার পোস্টে উঠল ঝড়

মোদীকে নিয়ে লিখে সাংসদ কঙ্গনা তুললেন ঝড়।

author-image
Anusmita Bhattacharya
New Update
kanganabjp

নিজস্ব সংবাদদাতাঃ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপচারিতার এক ভিডিও শেয়ার করেছেন যা নিয়ে চর্চা চলছে। সদ্য সাংসদ হওয়া অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও এতে মুগ্ধ।  ইতালিয় প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর মাত্র পাঁচ সেকেন্ডের ওই ভিডিওটি নিয়ে বিশেষ মন্তব্য করলেন কঙ্গনা। মেলোনি লিখেছিলেন, 'হাই ফ্রেন্ডস, ফ্রম #Melodi। মোদী-মেলোনি, এই দুই রাষ্ট্রনেতার জুটিকে মিলিয়ে বলা হয় মেলোডি আর সেটা যে তাদেরও পছন্দ সেটাও বোঝা গেল।

QWSDFGHJKL

কঙ্গনা ইনস্টাগ্রামে সেটা শেয়ার করে লেখেন, 'মোদীজির সব থেকে প্রিয় গুণগুলির মধ্যে একটি হল তিনি মহিলাদের অনুভব করান যে তিনি তাদের পক্ষে আছেন এবং তাদের উঠে দাঁড়াতে দেখতে চান'। 

cc3a851acfb667ed8822059dc6a4255aececd3b453cee925702dc7b52743c32f

Add 1