ভোটের আগে বিতর্কিত কমলনাথ, প্রকাশ্যে এল ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের কংগ্রেসের প্রার্থী কমলনাথ সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kamal nath

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিষয় যখন ভোট, তখন আক্রমণ, মানহানি থাকবে তা নতুন কিছু নয়। মধ্যপ্রদেশেও রয়েছে বিধানসভা নির্বাচন। আর তার আগে কমলনাথের ভিডিও ভাইরাল করলেন বিজেপি মিডিয়া সেলের কো-অর্ডিনেটর অমিত মালব্য। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের কংগ্রেসের প্রার্থী কমলনাথ সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলছেন।

সেই ভিডিওকে ট্যাগ করেই অমিত মালব্য লিখেছেন, “ভোটে টিকিট প্রত্যাশীদের প্রতি কমলনাথের পরামর্শ: যাও দিগ্বিজয় সিং ও জয়বর্ধনের পোশাক ছিঁড়ে দাও…রাজস্থান থেকে ছত্তিশগড়, কংগ্রেসের নিজেদের নেতাদের মধ্যে মারামারির প্রভাব জনসাধারণের ওপর পড়ছে। এই ধরনের নেতাদের ক্ষমতা থেকে দূরে রাখাই একমাত্র সমাধান”। যদিও এখনও কংগ্রেসের তরফে এর কোনও পালটা প্রতিক্রিয়া মেলেনি।

hiren