নির্বাচনের আগেই কমলনাথ বললেন ‘কুরসি জাতি হ্যায় তো যায়ে’

গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kamal nath

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালে মধ্যপ্রদেশ সরকার পতনের বিষয়ে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য। ১৭ তারিখ নির্বাচনের আগে সেই তথ্য প্রকাশ্যে আনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান কমল নাথ।

এদিন নর্মদাপুরমে একটি নির্বাচনী সমাবেশে কমলনাথ বলেন, “আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই বিজেপি চুক্তি করেছিল। একজন মুখ্যমন্ত্রী হয়েও আমি এই চুক্তি করতে পারতাম। বিধায়করা আমার কাছে আসতেন এবং বলতেন যে তাদের এত কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু আমি বলেছিলাম যে আমি কারও সাথে চুক্তি করব না। কুরসি জাতি হ্যায় তো যায়ে”।

hiren