'আলোচনা না হলে কোনও সহযোগিতা নয় ! ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দাবি তৃণমূলের

কি দাবি করলো তৃণমূল ?

author-image
Debjit Biswas
New Update
Kalyan

নিজস্ব সংবাদদাতা : সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে বিরোধী দলগুলোর পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে, সরকার যদি বিরোধীদের দাবি মেনে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় অভিযান (SIR) নিয়ে আলোচনার প্রতিশ্রুতি না দেয়, তবে সংসদে সুষ্ঠুভাবে কাজ করা কঠিন হতে পারে।

kalyan hj.jpg

তিনি বলেন,''আমরা এমনটা বলিনি। আমরা এখনও আশা করি যে যেহেতু সব বিরোধী দল SIR নিয়ে আলোচনার দাবি জানিয়েছে, তাই মন্ত্রকের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা SIR নিয়ে আলোচনা শুরু করবে। সরকারের সেই প্রতিশ্রুতি দেওয়া উচিত।"