ট্রেন দুর্ঘটনাঃ অসহায় বাবা, বেরিয়ে এল ছেলের নিথর দেহ

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল।

author-image
Aniruddha Chakraborty
New Update
jmhncb

নিজস্ব সংবাদদাতাঃ বাড়ির ছোট ছেলেটা আর ফিরবে না কোনওদিন, এই সত্যিটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না সর্দার পরিবার। শুক্রবার সকালেই বাড়ি থেকে বেরিয়েছিল ছোট্ট সর্দার। ২৪ ঘণ্টার মধ্যেই এল দুঃসংবাদ। বেলাইন হওয়া ট্রেনটা যখন দুমড়ে-মুচড়ে পড়ে, তখন নিজের প্রাণের তোয়াক্কা না করে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বাবা। কিন্তু শেষরক্ষা হয়নি। ছেলের নিথর দেহই বের করেন তিনি। এরপরই খবর পৌঁছায় বাড়িতে। পূর্ব বর্ধমানের কাটোয়ার ওই পরিবারে কান্নার রোল।

পরিজনেরা জানিয়েছেন, বাবা ও ছেলে একসঙ্গেই বেরিয়ে ছিলেন বাড়ি থেকে। কেরল যাওয়ার কথা ছিল তাঁদের। করমণ্ডল এক্সপ্রেসে উঠেছিলেন বাবা ও ছেলে। সকালে বাবা ফোন করে বাড়িতে জানান তাঁর ১৮ বছরের ছেলের মৃত্যু হয়েছে। ছেলের নাম ছোট্ট সর্দার। 

জানা গিয়েছে, কাটোয়া থানা এলাকার এই গ্রাম থেকে আরও ১০ জন রাজমিস্ত্রির কাজের জন্য কেরলের উদ্দেশে রওনা হয়েছিলেন। প্রত্যেকেই ছিলেন করমণ্ডল এক্সপ্রেসে। দুজনের খোঁজ পাওয়া গেলেও বাকিদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। উদ্বেগ নিয়ে প্রহর গুনছে গ্রামের একাধিক পরিবার।