/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে সর্বশেষ বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে, শতাধিক লোক এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার থেকে রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে কাল্লাকুরিচি জেলায় তৈরি মিথানল-মিশ্রিত মদ পান করার পরে বমি, পেটে ব্যথা এবং ডায়রিয়ায় আক্রান্ত ১৫০ জনেরও বেশি লোককে চিকিৎসা নিতে হয়েছে।
শুক্রবার সকালেও জেলা ও আশপাশের এলাকার হাসপাতালগুলোতে ১১৮ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।
বৃহস্পতিবার সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। ইতিমধ্যে, বেআইনি মদ বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ৷। তা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় ১০ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার৷
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us