নেহেরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে অমিত শাহ?

নেহরুর দুটি ভুলের কারণে জম্মু কাশ্মীর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে লোকসভায় দাবি করেছেন অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
modi nehru.jpg

নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তনপ্রধানমন্ত্রীজওহরলালনেহরু (Jawaharlal Nehru)-কেনিয়েকেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহের মন্তব্যেরএবার পাল্টা জবাব দিলেন কংগ্রেসেরলোকসভারচিফহুইপকেসুরেশ (K Suresh)। তিনি আজবলেন, "গতকাললোকসভায়অমিতশাহসংসদদেশকেবিভ্রান্তকরেছেন।পণ্ডিতজওহরলালনেহরুরঅবদানসর্বত্রঅনুমোদিত।কেবলআমাদেরদেশেইনয়, সমগ্রবিশ্বে তাঁর অবদান রয়েছে।নেহেরুরনীতিসিদ্ধান্তগুলিঅনুমোদিতএবংসম্মতহয়েছিল।গতকালস্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহসংসদেবলেছিলেনযেপণ্ডিতজওহরলালনেহরুরসিদ্ধান্তগুলিভুলছিল।আমরাএইমন্তব্যেরতীব্রপ্রতিবাদজানাই।“