New Update
/anm-bengali/media/media_files/2025/05/20/g8OWAUU9zrmm29P7p7Zx.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভ্লগের আড়ালে গুপ্তচরবৃত্তি? গুরুত্বপূর্ণ জায়গার তথ্য জোগাড় করে আইএসআইকে পাচার? আতশকাচের তলায় হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার পিছনে বিপুল ফান্ডিং। জ্যোতির বিদেশ ভ্রমণের ফান্ডিং কারা করেছে? এনআইএ ও আইবি করছে জিজ্ঞাসাবাদ। আইএসআই অফিসারের সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছে জ্যোতি। জ্যোতির পাকিস্থানে থাকার ঘোরার ব্যবস্থা করেন ওই আইএসআই অফিসার। ইউটিউবারের মোবাইল ফোনে নিরাপত্তা বাহিনীর গতিবিধির ছবি। জ্যোতির কাছে হাই সিকিউরিটি জোনের ছবি, রাডার লোকেশন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us