New Update
/anm-bengali/media/media_files/RmYzuzBHd0WJehuG2z65.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: যত সময় গড়াচ্ছে, ততোই যেন বাংলাদেশ সম্পর্কে নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে। আর তাতেই স্পষ্ট হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্গেট ছিলেন বহু দিন ধরেই। এতো দিনে গিয়ে তাঁর পদত্যাগেই যেন সাফল্য এলো বিরোধীদের। এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য।
/anm-bengali/media/media_files/LUF5obc2c7HVY9a0orG8.jpg)
হাসিনার পদত্যাগের ঠিক এক দিন আগেই ভারত জেনে গিয়েছিল ঠিক কি ঘটতে চলেছে তাঁর সাথে। এমনকি তাঁর প্রাণহানির আশঙ্কাও ছিল। এমনই তথ্য এবার সামনে আসছে। আর এই সব তথ্য ভারতকে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কীভাবে মার্কিন মুলুক এই তথ্য পেয়েছিল তা অবশ্য জানা যায়নি। তবে এই তথ্য শোরগোল ফেলেছে ইতিমধ্যেই। মুজিবুর রহমানের হালই হত হাসিনার, এমনটাই আশঙ্কা করছেন অনেকেই।
/anm-bengali/media/media_files/zxGaEk8liMEzaPAe7cur.jpg)
/anm-bengali/media/media_files/w0YdaC0przn7JTINtnKa.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us