“বিহারে আবার জঙ্গলরাজ ফিরে এসেছে, গুণ্ডাদের জায়গা জেলে হবে”— বললেন বিএসপি নেতা রামজি গৌতম

বিহার নির্বাচনের প্রেক্ষিতে বিএসপি নেতার অভিযোগ — “একাধিক সরকার ব্যর্থ হয়েছে জঙ্গলরাজ শেষ করতে, বিএসপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।”

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের প্রেক্ষিতে বিএসপি নেতার অভিযোগ — “একাধিক সরকার ব্যর্থ হয়েছে জঙ্গলরাজ শেষ করতে, বিএসপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।”

বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্যে তীব্রতা বাড়ছে। এদিন বিহার নির্বাচন প্রসঙ্গে বাহুজন সমাজ পার্টি (বিএসপি) নেতা রামজি গৌতম বলেন, রাজ্যে আবারও “জঙ্গলরাজ”-এর চিত্র ফুটে উঠছে। তার দাবি, অতীতেও বিহারে জাতিগত সংঘাত বহুবার ঘটেছে, এবং বিভিন্ন সরকারের মেয়াদেও গুণ্ডারাজ থামানো যায়নি।

রামজি গৌতম বলেন, “বিহারে এর আগেও জাতিগত সংঘাত হয়েছে। মনে হচ্ছে আগের জঙ্গলরাজ, গুণ্ডাদের শাসনই যেন পাঁচ বছর ধরে চলেছে। প্রশ্ন হচ্ছে — এত সরকার বদলালেও কেন জঙ্গলরাজের অবসান ঘটানো যাচ্ছে না?”

তিনি আরও বলেন, “বিএসপি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে — গুণ্ডাদের এখানে কোনও জায়গা নেই, তাদের জায়গা কেবল কারাগারে। যখন বিএসপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতার চাবিকাঠি হাতে পাবে, তখনই বিহারে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ও এই জঙ্গলরাজের অবসান ঘটবে।”

বিএসপি নেতা আরও দাবি করেন, বিহারের জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত, এবং ন্যায়ভিত্তিক প্রশাসনই এখন তাদের প্রধান চাওয়া।