কুয়োতে ঝাঁপ দেবেন, তবু কংগ্রেসে যোগ দেবেন না

কংগ্রেসে যোগ দেবেন না তিনি, জানিয়ে দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। তিনি জানান যে, কুয়োতে ঝাঁপ দেবেন তিনি, কিন্তু কংগ্রেসে যোগ দেবেন না। 

author-image
Ritika Das
New Update
nitin2.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: কুয়োতে ঝাঁপ দিতে রাজি, কিন্তু কংগ্রেসে যোগ দেবেন না। কংগ্রেসের এক নেতাকে এই কথাই বলেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ী। সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জানান, কংগ্রেস নেতা শ্রীকান্ত জিচকার তাঁকে বলেছিলেন যে, নীতিন গডকড়ী ভুল দলে রয়েছেন। 

শ্রীকান্ত জিচকার তাঁকে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু নীতিন গডকড়ীর উত্তর ছিল, কংগ্রেসে যোগ দেওয়ার থেকে তিনি কুয়োতে ঝাঁপ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছিলেন যে, পরিস্থিতির পরিবর্তন হতে পারে এবং তাঁর দল নির্বাচনে জিততেও পারে বা হারতেও পারে। কিন্তু তিনি তাঁর দলের সঙ্গেই থাকবেন। 

Nitin Gadkari: News, Photos, Latest News Headlines about Nitin Gadkari -  The Indian Express

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী জানান , তিনি  কংগ্রেস নেতা শ্রীকান্ত জিচকারকে বিনয়ের সঙ্গে উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "আমার দল, আমার প্রত্যয়, যার ভবিষ্যৎ ভাল বা খারাপ হতে পারে। কিন্তু আমি আমার বিশ্বাসে অটল থাকব। তাই কোনও সময়ই আমার এই দল ছাড়ার প্রশ্নই ওঠে না।" তিনি আরও বলেন, "এই দল হারতে পারে, আবার কোনও নির্বাচনে জিতলে পরিস্থিতি পাল্টেও যেতে পারে। কিন্তু কংগ্রেসে যোগ দিতে হলে আমি একটি কুয়োতে ঝাঁপ দেব।"

Transport Minister Nitin Gadkari not happy with safety “double standards”  of major automakers in India

নীতিন গডকড়ী জানান, সব দলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক আছে। তাঁর কথায়, "একবার আমি স্পিকার ওম বিড়লার কাছ থেকে ফোন পেয়েছিলাম। তিনি বলেন, সংসদে সবাই আমার কাজের প্রশংসা করছে। যদিও সেদিন আমি সংসদে উপস্থিত ছিলাম না। আমি তখন নাগপুরে ছিলাম। পরে আমাকে ডাকা হলে, তখন আমি দিল্লি যাই। সেই সময় সংসদে ৭৫ জন উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যেকেই আমাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এরপর স্পিকার জানান, এই প্রথম একজন মন্ত্রীর প্রশংসা করলেন সব দলের সদস্যরা।" 

Sometimes I think of quitting politics': Shocking statement by Minister  Nitin Gadkari - INDIA - GENERAL | Kerala Kaumudi Online

কেন্দ্রীয় মন্ত্রী জানান, তিনি সর্বদা রাজনীতির ঊর্ধে গিয়ে কাজ করেন এবং বিজেপি তাঁকে শিখিয়েছে, সকলের প্রতি ন্যায়বিচার করতে। তিনি জানান, রাজনীতির সঙ্গে উন্নয়নকে মিশিয়ে ফেলা উচিৎ নয়। "আমি বিজেপির একজন কর্মী, কিন্তু সরকার দেশের জনগণের অধীনে", বলেন নীতিন গডকড়ী।