Atiq-Ashraf Killing Case: বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল তিন অভিযুক্তের

আতিক আহমেদ এবং আশরাফ হত্যা মামলায় (Atiq Ahmed-Ashraf murder case) অভিযুক্ত তিন বন্দুকধারীর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
হ্নবভ

নিজস্ব সংবাদদাতাঃ আতিক আহমেদ এবং আশরাফ হত্যা মামলায় অভিযুক্ত তিন বন্দুকধারীর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। তিন বন্দুকধারী হল- অরুণ মৌর্য, লাভলেশ তিওয়ারি এবং সানি সিং। সূত্রে খবর, আতিক আহমেদ এবং আশরাফ হত্যা মামলায় অভিযুক্ত এই তিনজনই বর্তমানে প্রয়াগরাজ জেলে বন্দী রয়েছে।