‘যা বলি তাই করি’ বলে দিলেন নাড্ডা

সংকল্প পত্রের উদ্বোধন করলেন জেপি নাড্ডা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৫ নভেম্বর রাজস্থানে নির্বাচন। তার আগে সেখানে সংকল্প পত্রের উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি বলেন, “আমি বলতে চাই যে অন্যান্য দলগুলির জন্য, ইস্তেহার একটি আনুষ্ঠানিকতা মাত্র৷ কিন্তু বিজেপির জন্য, এটি উন্নয়নের একটি রোডম্যাপ৷ তাই এই 'সংকল্প পত্র' শুধু কোনও ইস্তেহার নয়৷ পৃষ্ঠায় লেখা হলেও আমরা এই সবকিছু পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইতিহাস প্রমাণ যে আমরা যা বলেছি তাই করেছি। এবারেও তাই করব”।

hiren