আদিবাসী মহিলাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, গর্জে উঠলেন নাড্ডা

পুলিশ জানিয়েছে, এক মহিলাকে লাঞ্ছিত করা হয়েছে, নগ্ন করে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা হয়। ঘটনাকে ঘিরে দেশজুড়ে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে উঠে এসেছে কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক (Karnataka)। কর্ণাটকেরবেলগাভিতেএকআদিবাসীমহিলাকেনগ্নকরিয়ে রাস্তায় হাঁটানোর মতো নক্ক্যারজনকঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনার তীব্রনিন্দাকরলেনবিজেপিরজাতীয়সভাপতিজেপিনাড্ডা (JP Nadda)।ঘটনাস্থলপরিদর্শনেরজন্যতিনিপাঁচসদস্যেরএকটিফ্যাক্টফাইন্ডিংকমিটিগঠনকরেছেন।কমিটিযতদ্রুতসম্ভবদলেরজাতীয়সভাপতিরকাছেতাদেররিপোর্টজমাদেবে।