BREAKING: হিমাচল প্রদেশে হড়পা বানে মৃত একাধিক ! শোকপ্রকাশ করলেন জে.পি.নাড্ডা

কি বললেন জে.পি.নাড্ডা ?

author-image
Debjit Biswas
New Update
JP Nadda

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের ফলে বেশকিছু মানুষ নিজের প্রাণ হারিয়েছেন। আর এবার এই বিষয়েই  শোকপ্রকাশ করলেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জে.পি.নাড্ডা। তিনি বলেন,''সম্প্রতি মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। বিজেপি এই কঠিন সময়ে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে। এছাড়াও দুর্গত এলাকায় চলমান উদ্ধারকাজে আমরা সক্রিয়ভাবে সহায়তা করছি।” এরপর তিনি আরও বলেন,“হিমাচল প্রদেশ যখনই কোনও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের রাজ্যের পাশে থেকেছেন।”

jp nadda2