/anm-bengali/media/media_files/yS1D4U4AYOdzRHUynaKj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সবুজ বিপ্লবের জনক ড. মানকোম্বু সাম্বাসিভান স্বামীনাথন (MS Swaminathan) বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। এদিকে এই ঘটনা নিয়েই এবার দুঃখপ্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, ভারতের সবুজ বিপ্লবের জনক ডঃ এমএস স্বামীনাথনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ডঃ স্বামীনাথন ছিলেন একজন বহুমুখী ব্যক্তিত্ব যার কৃষি গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে অমূল্য অবদান ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিল। তিনি ভারতের কৃষি সক্ষমতা বাড়াতে এবং লক্ষ লক্ষ মানুষকে ক্ষুধার কবল থেকে বের করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার ফলে আমাদের জনগণের জীবনে রূপান্তরমূলক পরিবর্তন ঘটেছিল। ভারতের বৈজ্ঞানিক অগ্রগতি এবং উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর অঙ্গীকার আমাদের বৈজ্ঞানিক সম্প্রদায়কে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।‘
Deeply saddened by the passing away of Dr. MS Swaminathan, the Father of India's Green Revolution. Dr. Swaminathan was a multifaceted personality whose invaluable contributions to the fields of agricultural research and innovation changed the course of history.
— Jagat Prakash Nadda (@JPNadda) September 28, 2023
He played an…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us