/anm-bengali/media/media_files/AHui8wDe7hiaSqf4Ni5t.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগে ফের একবার লালু প্রসাদ যাদবের সময়কাল উল্লেখ করে আরজেডি (RJD) ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডা। তিনি বলেন,''আমি ছোটবেলায় বিহারে থাকতাম। বিহারের সেই দিনগুলির কথা মনে করুন, যখন বিকেল ৪টের পর কেউ বাইরে বের হতে পারতো না। সেই সময় বিহারে অপহরণ একটি শিল্পে পরিণত হয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হল এই যে, এই শিল্প অন্য কোথাও থেকে নয়, বরং সেই সময়ের মুখ্যমন্ত্রীর বাসভবন থেকেই চালানো হতো। মুক্তিপণের দর কষাকষি হতো মুখ্যমন্ত্রীর বাসভবনেই।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/IZFA1j1IzDtZvFJQOtm3.jpg)
এরপর কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন,''সম্প্রতি কংগ্রেস নেতা রেভন্থ রেড্ডি বলেছেন, তেলেঙ্গানার মানুষের ডিএনএ (DNA) বিহারের ডিএনএ (DNA)-এর চেয়ে ভালো। এই ধরনের মন্তব্য কি সহ্য করা যায় ? এমন মন্তব্য বিহারের মানুষের আত্মমর্যাদার ওপর আঘাত।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us