ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'মনথা' ! দুর্যোগ মোকাবিলায় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন জে পি নাড্ডা

কি নির্দেশ দিলেন জে পি নাড্ডা ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
JP Nadda

নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মনথা'-র সম্ভাব্য প্রভাব মোকাবিলায় এবং উদ্ধারকার্য ও ত্রাণ বিতরণের জন্য দলের কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিলেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা।

তিনি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজ্য ইউনিটগুলিকে নির্দেশ দিয়েছেন, যাতে স্থানীয় বিজেপি কর্মীরা অবিলম্বে ত্রাণ ও উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন।

নাড্ডা বলেন, এই রাজ্যগুলির ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকায় স্থানীয় বিজেপি কর্মীদের উচিত কর্তব্য হল:

jp nadda2

১. স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় (coordinate with local administration) রেখে কাজ করা।

২. ক্ষতিগ্রস্তদের মধ্যে দ্রুত ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা বিতরণ করা।

৩. পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এলাকায় পরিচ্ছন্নতা (cleanliness) এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করা।

পার্টির প্রধান হিসেবে জে পি নাড্ডা এই দুর্যোগের সময় কর্মীদের মানব সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। এই নির্দেশের মাধ্যমে বিজেপি ঘূর্ণিঝড় 'মনথা'-র মোকাবিলায় মানুষের পাশে থাকার বার্তা দিল।