জিতে গেল ABVP, স্বামী বিবেকানন্দকে স্মরণ করলেন জেপি নাড্ডা

বড় মার্জিনে জিতে গেল ABVP। জানা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (DUSU) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং শনিবার সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের চারটি পদের ফলাফল ঘোষণা করা হয়।

author-image
SWETA MITRA
New Update
nadda abvp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে এবিভিপি-র জয় নিয়ে এবার বড় মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তিনি আজ শনিবার এক টুইট বার্তায় লেখেন, ‘স্বামীবিবেকানন্দেরআদর্শেঅনুপ্রাণিতহয়েএবিভিপি আমাদেরতরুণদেরহৃদয়েসর্বদাজাতীয়তাবাদএবংনিঃস্বার্থসেবারশিখাজ্বালিয়েছে। নির্বাচনে দুর্দান্তজয়েরজন্যআমিএবিভিপিরসমস্তকর্মীদেরঅভিনন্দনজানাই।এইবিজয়আমাদেরতরুণপ্রজন্মেরমধ্যে 'প্রথমেজাতি' আদর্শেরসর্বজনীনগ্রহণযোগ্যতাপ্রদর্শনকরে, যারাআমাদেরজাতিরভবিষ্যতগঠনকরবে।‘