প্রতিদিন এক ঘন্টা করে পরিচ্ছন্নতার কাজে অংশ নিন ! সেবা পক্ষ নিয়ে দেশবাসীকে আহ্বান জানালেন জে. পি. নাড্ডা

কি বললেন জে. পি. নাড্ডা ?

author-image
Debjit Biswas
New Update
JP Nadda

নিজস্ব সংবাদদাতা : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে পালিত 'সেবা পক্ষ'-এর অংশ হিসেবে দেশের জনগণকে স্বচ্ছতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানালেন বিজেপির জাতীয় সভাপতি জে.পি. নাড্ডা। 

তিনি বলেন, "আমি সকলকে অনুরোধ করছি, 'সেবা পক্ষ' চলাকালীন প্রতিদিন অন্তত এক ঘন্টা করে, পাঁচ দিন নিজেদের রুটিন জীবন থেকে পরিচ্ছন্নতার কাজে অবদান রাখুন।"

Jp nadda

তিনি আরও বলেন যে,''এই সেবা পক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির জন্মদিনের উৎসবকে জনকল্যাণমূলক কাজে রূপান্তরিত করা হচ্ছে। স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবির, এবং স্বাস্থ্য শিবিরের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজেপি সারা দেশে এই পক্ষটি পালন করছে।''