BREAKING: ভারতীয় সেনার সাহসের প্রতীক অপারেশন বিজয় ! এবার সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করলেন জে পি নাড্ডা

কি বললেন জে পি নাড্ডা ?

author-image
Debjit Biswas
New Update
JP Nadda

নিজস্ব সংবাদদাতা : আজ কার্গিল বিজয় দিবসের ২৬তম বর্ষপূর্তিতে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করলেন বিজেপির জাতীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা। তিনি বলেন,''অত্যধিক তুষারপাত এবং প্রবল বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও, আমাদের বীর যোদ্ধারা কার্গিল যুদ্ধে অসীম সাহস ও দেশভক্তির সঙ্গে লড়েছেন এবং তাঁদের জন্যই ভারত বিজয়ী হয়েছে। ২৬ জুলাই আমরা ‘অপারেশন বিজয়’-এর সাফল্য দেখেছিলাম। এছাড়াও সুখোই ও মিগ-২৭ যুদ্ধবিমানগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই যুদ্ধে। এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ড রক্ষার নয়, এটি ছিল ভারতের অটুট মনোবল ও সেনাদের আত্মত্যাগের প্রতীক।”

jp nadda2