BREAKING: শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই বাংলা আজ ভারতের অংশ ! ফের বড় দাবি করলেন জে পি নাড্ডা

কি দাবি করলেন জে পি নাড্ডা ?

author-image
Debjit Biswas
New Update
JP Nadda

নিজস্ব সংবাদদাতা : আজ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকীতে, ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে এক বড় দাবি করলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেন,''ড. শ্যামাপ্রসাদ মুখার্জী সর্বদা তাঁর মতাদর্শে অটল ছিলেন এবং সেই আদর্শের জন্যই তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমাদের এই দেশ তাঁর কাছে ঋণী। কারণ আজকের যে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতকে আমরা দেখতে পাচ্ছি, সেগুলি ভারতের অংশ হয়েছিল মূলত তাঁর প্রচেষ্টার জন্যই। আইনসভায় তাঁর হস্তক্ষেপের ফলেই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে রাখা সম্ভব হয়েছিল।''

shyama.jpg

এরপর তিনি বলেন,''তিনি নেহরু সরকারের প্রথম মন্ত্রিসভায় ছিলেন। কিন্তু নেহরুর তোষণমূলক রাজনীতির বিরুদ্ধে গিয়েই তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। স্বাধীনতার ঠিক পর থেকেই দেশকে দুর্বল করার চেষ্টা শুরু হয়েছিল,এবং তিনি তা বুঝতেও পেরেছিলেন।”