নিজস্ব সংবাদদাতা : ভারতের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তাদের আদর্শগত ভিত্তি হারিয়েছে,আজ ঠিক এমনটাই দাবি করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। তিনি বলেন,''সমস্ত রাজনৈতিক দল তাদের আদর্শগত ভিত্তি হারিয়েছে। বাম এখন আর বাম নেই। ডান এখন আর ডান নেই।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/25/abqJNJjKMKOeYFnVKX5T.JPG)
এরপর তিনি বলেন,''অন্যান্য সব দল এখন আঞ্চলিক দলে পরিণত হচ্ছে এবং আঞ্চলিক দলগুলি ক্রমশ পরিবারতান্ত্রিক দলে রূপান্তরিত হচ্ছে। এই প্রেক্ষাপটে শুধুমাত্র বিজেপি-ই দেশের একমাত্র আদর্শভিত্তিক দল।''
বিজেপি-ই দেশের একমাত্র আদর্শভিত্তিক দল ! বড় দাবি করলেন নাড্ডা
কি বললেন জে পি নাড্ডা ?
নিজস্ব সংবাদদাতা : ভারতের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তাদের আদর্শগত ভিত্তি হারিয়েছে,আজ ঠিক এমনটাই দাবি করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। তিনি বলেন,''সমস্ত রাজনৈতিক দল তাদের আদর্শগত ভিত্তি হারিয়েছে। বাম এখন আর বাম নেই। ডান এখন আর ডান নেই।"
এরপর তিনি বলেন,''অন্যান্য সব দল এখন আঞ্চলিক দলে পরিণত হচ্ছে এবং আঞ্চলিক দলগুলি ক্রমশ পরিবারতান্ত্রিক দলে রূপান্তরিত হচ্ছে। এই প্রেক্ষাপটে শুধুমাত্র বিজেপি-ই দেশের একমাত্র আদর্শভিত্তিক দল।''