নজরে লোকসভা ভোট! একি বললেন জেপি নাড্ডা?

আজ সোমবার বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) হিমাচল প্রদেশ সফরে রয়েছেন। এখানে তিনি কাংড়ার নূরপুরে দলীয় কার্যালয় উদ্বোধন করেন।

author-image
SWETA MITRA
New Update
jp nadda.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সোমবারহিমাচলপ্রদেশসফরেগিয়েছেনবিজেপিরসর্বভারতীয়সভাপতিজেপিনাড্ডা (JP Nadda)।এখানেতিনিকাংড়ারনূরপুরেদলীয়কার্যালয়উদ্বোধনকরেন।এদিন কাংড়ার এক অনুষ্ঠানে জেপি নাড্ডা বিরোধীদের আক্রমণ করে বলেন,‘বিজেপিই দেশের একমাত্র দল, যারা আদর্শের উপর ভর করে চলে, অন্য সব দল আদর্শগতভাবে শূন্য হয়ে গেছে। এই দলগুলি চেয়ারের জন্য যে কোনও ধরণের চুক্তি করতে প্রস্তুত। আজ সিপিএম ও কংগ্রেসও নির্বাচনে হাত মিলিয়েছে। এদের আদর্শ এখন কোথায় গেল?  কিন্তু বিজেপি (BJP) সেরকম নয়, আমরা যদি ১৯৫২ সালে এক দেশ-এক সংবিধানের কথা বলি, তাহলে ২০১৯ সালে আমরা ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে তা করেছি।‘