BREAKING: হঠাৎ করেই রাজ্য সভাপতির ঘোষণা ! বড় পদক্ষেপ নিলেন জে পি নাড্ডা

কি সিদ্ধান্ত নিলেন জে পি নাড্ডা ?

author-image
Debjit Biswas
New Update
JP Nadda

নিজস্ব সংবাদদাতা : এবার পাঞ্জাব ইউনিটের রাজ্য সভাপতি নির্বাচনে এক বড় পদক্ষেপ নিলে জে পি নাড্ডা। বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, আজ অশ্বিনী কুমার শর্মাকে (এমএলএ) পাঞ্জাব রাজ্য বিজেপির কার্যকরী সভাপতি হিসাবে নিয়োগ করেছেন। এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নাড্ডার এই সিদ্ধান্তে চূড়ান্ত উচ্ছসিত গেরুয়া শিবির।

modi-rajnath-shah-nadda-sanjay.jpg