New Update
/anm-bengali/media/media_files/ISyNrNcO0ZHQUvZfIBfT.jpg)
আতিক আহমেদ
নিজস্ব সংবাদদাতা: গত শনিবার পুলিশের সামনেই ১২টি বুলেটে আতিক আহমেদ (Atiq Ahmad) ও তাঁর ভাই আশরফকে ঝাঁঝরা করে দেয় (Gangster Shootout) ৩ আততায়ী। চমকে ওঠে গোটা দেশ। জানা গেছে, ওই তিনজন আতিক হত্যার অন্যতম অভিযুক্ত লভলেশ তিওয়ারির বন্ধু। বান্দা রেলস্টেশন (Banda Station) থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। একজন ওয়েব পোর্টাল (Web Portal) চালাত। তারা লভলেশকে সাংবাদিক (Journalist) হওয়ার প্রশিক্ষণ দেয় এবং ক্যামেরা কিনতেও সাহায্য করে। ফলে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছিল আততায়ীরা।