/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এবার এনডিএ জোটে যোগ দিলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভার। ট্যুইট করে তাকে দলে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
/anm-bengali/media/media_files/CNgqgW7BWGDo4JNSXLGv.jpeg)
ট্যুইটে অমিত শাহ বলেছেন, "দিল্লিতে শ্রী ওম প্রকাশ রাজভার জির সাথে দেখা হয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে এনডিএ জোটে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে এনডিএ পরিবারে স্বাগত জানাই। রাজভর জির আগমন উত্তরপ্রদেশে এনডিএকে শক্তিশালী করবে এবং মোদীজির নেতৃত্বে এনডিএ দরিদ্রদের কল্যাণে যে প্রচেষ্টা চালাচ্ছে তা আরও শক্তি পাবে"।
श्री @oprajbhar जी से दिल्ली में भेंट हुई और उन्होंने प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व वाले NDA गठबंधन में आने का निर्णय लिया। मैं उनका NDA परिवार में स्वागत करता हूँ।
— Amit Shah (@AmitShah) July 16, 2023
राजभर जी के आने से उत्तर प्रदेश में एनडीए को मजबूती मिलेगी और मोदी जी के नेतृत्व में एनडीए द्वारा… pic.twitter.com/uLnbgJedbF
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us