বিরোধী-মুক্ত সংসদ চাইছে মোদী সরকার? উঠছে প্রশ্ন

সংসদে অশান্তির জন্য একের পর এক বিরোধী সংসদ সদস্যকে (এমপি) শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
cpimss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে একের পর এক সাংসদকে। এদিকে এই বিষয়ে বড় মন্তব্য করলেনসিপিআই (এম) সাংসদজনব্রিটাস (John Brittas)। তিনিবলেন, "গণতন্ত্রেরনৃশংসহত্যাকাণ্ডেরপ্রতিবাদকরছি।গণতন্ত্রকেহত্যাকরাহয়েছে।সংসদীয়গণতন্ত্রসেখানেনেই।কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীকেএকতরফাভাবেকথাবলছেন সেটা সকলেইদেখতেপারছেন।এটাবিরোধী-মুক্তসংসদ।এটিপ্রায়রাজতন্ত্রেরমতো।তাদেরএখনসংবিধানসংশোধনকরেবলাউচিতযেভারতএকটিরাজতন্ত্র।“